الحليم
كلمةُ (الحليم) في اللغة صفةٌ مشبَّهة على وزن (فعيل) بمعنى (فاعل)؛...
আবূ যার ও মু‘আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তুমি যেখানেই থাক, আল্লাহকে ভয় কর এবং পাপের পরে পুণ্য কর, যা পাপকে মুছে ফেলবে। আর মানুষের সঙ্গে সদ্ব্যবহার কর।”
তুমি যেখানেই থাক, আল্লাহকে ভয় কর তাঁর নির্দেশকে মান্য করে ও তাঁর নিষেধ থেকে বেঁচে থেকে এবং পাপের কাজে লিপ্ত হওয়ার পর পুণ্য কাজে অগ্রসর হও, যা পাপকে মুছে ফেলবে, অন্তরে তার খারাপ প্রতিক্রিয়াকে দূরীভূত করবে এবং এর শাস্তিকে আমলনামা থেকে মুছে দিবে। আর মানুষের সঙ্গে এমন আচরণ কর, যে আচরণ তোমার সাথে করাকে পছন্দ কর।