الحسيب
(الحَسِيب) اسمٌ من أسماء الله الحسنى، يدل على أن اللهَ يكفي...
ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব, কে জাহান্নামের জন্য হারাম অথবা কার জন্য জাহান্নাম হারাম? জাহান্নাম হারাম হলো প্রত্যেক নিকটবর্তী, সহজ-সরল ও কোমল ব্যক্তির জন্য।
আমি কি বলে দিব যে, কার জন্য জাহান্নাম হারাম বা কার ওপর জাহান্নাম হারাম? সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম যে সাধ্যানুযায়ী আনুগত্যের কাজে মানুষের নিকটবর্তী ও তাদের সাথে কোমল আচরণকারী, আর মানুষের সাথে লেনদেন ও ব্যবহারে ধৈর্যশীল, ভদ্র ও নরম আচরণকারী।