الجبار
الجَبْرُ في اللغة عكسُ الكسرِ، وهو التسويةُ، والإجبار القهر،...
আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফূ‘ সনদে বর্ণিত, “লজ্জা ঈমানের অংশ।”
লজ্জা ঈমানের অংশ। কারণ, লজ্জাবোধকারী ব্যক্তি লজ্জার কারণে, গুনাহ থেকে বিরত থাকে এবং দায়িত্বের প্রতি যত্নবান হয়। এটি মহান আল্লাহর ওপর ঈমানের প্রতিফলন। যখন মানুষের আত্মা ঈমানে পরিপূর্ণ হয় তখন তা তাকে গুনাহ থেকে বিরত রাখে এবং ভালো কর্মে উদ্বুদ্ধ করে। সুতরাং বান্দার ওপর লজ্জার প্রভাবের উপকারিতা বিবেচনায় লজ্জা ঈমানের স্তরেই পরিগণিত হয়।