الرقيب
كلمة (الرقيب) في اللغة صفة مشبهة على وزن (فعيل) بمعنى (فاعل) أي:...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মানুষকে সম্পদ দ্বারা খুশি করতে সক্ষম হবে না। বরং তাদেরকে হাস্যোজ্জল চেহারা ও উত্তম চরিত্র দ্বারা খুশি করো।”
সাক্ষাতের সময় হাস্যোজ্জ্বল, হাসি-খুশি ও প্রফুল্ল মনে কারো সাথে দেখা করার ফযীলত হাদীসটিতে প্রমাণিত হয়েছে। এছাড়াও এতে মানুষের সাথে সুন্দর আচার-আচরণ, উত্তম লেনদেন, ভালো কথাবার্তা ও ভালো কাজের মর্যাদা বর্ণিত হয়েছে। এসব উত্তম কাজ করা প্রতিটি মানুষেরই সাধ্যের মধ্যে। এসব আচরণই মানব সমাজে পরস্পর ভালোবাসা টেনে আনে এবং মিল-মহব্বত স্থায়ী করে।