المقتدر
كلمة (المقتدر) في اللغة اسم فاعل من الفعل اقْتَدَر ومضارعه...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাহ বলেছেন, “মানুষের মধ্যে দু’টি স্বভাব আছে: সে দু’টি স্বভাবে তাদের ভেতর কুফুরী। বংশের বদনাম করা এবং মৃতের ওপর কান্নাকাটি করা।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, মানুষের মধ্যে কুফুরী স্বভাবের দু’টি স্বভাব চলতে থাকবে। তার থেকে আল্লাহ যাকে নিরাপদ রাখে সে ছাড়া আর কেউ নিরাপদ থাকবে না। এক. বংশের দোষ এবং তাকে খাট করা। দুই. ভাগ্যের ওপর নারাজি প্রকাশ করে মুসীবতের সময় বড় আওয়াজে কান্নাকাটি করা। এটি ছোট কুফুরী। যে ব্যক্তি কুফুরীর শাখাসমূহ থেকে কোনো শাখায় লিপ্ত হয় সে মিল্লাতে ইসলাম থেকে বের হয়ে যাবে এমন নয়, যতক্ষণ না তার ওপর প্রকৃত কুফুরী স্পষ্ট দেখা যাবে।