البحث

عبارات مقترحة:

الحي

كلمة (الحَيِّ) في اللغة صفةٌ مشبَّهة للموصوف بالحياة، وهي ضد...

العالم

كلمة (عالم) في اللغة اسم فاعل من الفعل (عَلِمَ يَعلَمُ) والعلم...

التواب

التوبةُ هي الرجوع عن الذَّنب، و(التَّوَّاب) اسمٌ من أسماء الله...

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত “তোমাদের মধ্যে নিম্নতম জান্নাতীর মর্যাদা এই হবে যে, তাকে আল্লাহ তাআলা বলবেন, ‘তুমি কামনা-আকাঙ্খা প্রকাশ কর (আমি অমুক জিনিস চাই, অমুক বস্তু চাই ইত্যাদি)।’ সুতরাং সে কামনা করবে আর কামনা করতেই থাকবে। তিনি বলবেন, ‘তুমি কামনা করলে কি?’ সে উত্তর দেবে, ‘হ্যাঁ।’ তিনি তাকে বলবেন, ‘তোমার জন্য সেই পরিমাণ রইল, যে পরিমাণ তুমি কামনা করেছ এবং তার সাথে সাথে তার সমতুল্য আরো কিছু রইল।”

شرح الحديث :

তোমাদের মধ্যে নিম্নতম জান্নাতী যে তার অবস্থা এমন হবে যে, সে যা আকাঙ্খা করবে তা সবই সে পাবে। তার কোনো আকাঙ্খা অপূরণীয় থাকবে না। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ‘তুমি কামনা-বাসনা পেশ কর, তখন সে কামনা করবে আর কামনা করতেই থাকবে। যখন সে তার সব আকাঙ্খা শেষ করবে, তখন আল্লাহ তাকে বলবেন, ‘তোমার জন্য সেই পরিমাণ রইল যে পরিমাণ তুমি কামনা করেছ এবং তার সাথে তার সমতুল্য আরো কিছু রইল। এটি তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান ও সম্মান।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية