الوتر
كلمة (الوِتر) في اللغة صفة مشبهة باسم الفاعل، ومعناها الفرد،...
আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, “জান্নাতে মুমিনের জন্য ফাঁপা মুক্তার একটি তাঁবু হবে। আকাশে এর দৈর্ঘ হবে ষাট মাইল। তাতে মুমিনের পরিবার-পরিজন থাকবে। মুমিন তাদের চতুষ্পার্শ্বে ঘুরাফেরা করবেন; তাদের কেউ একে অপরকে দেখবে না।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন যে, জান্নাতে মুমিনের জন্য ফাঁপা মুক্তার একটি তাঁবু হবে। এর দৈর্ঘ হবে ষাট মাইল। মুমিনের পরিবার-পরিজনও এতে থাকবে। এর প্রশস্ততা, কক্ষসমূহের সৌন্দর্য ও এতে পর্দা ঝুলানো থাকার কারণে অবস্থানকারীদের কেউ কাউকে দেখবে না। আল্লাহই ভালো জানেন।