المنان
المنّان في اللغة صيغة مبالغة على وزن (فعّال) من المَنّ وهو على...
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সা‘ থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং এক মুদ পানি দিয়ে অযু করতেন।
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হাদীস বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা‘ থেকে নিয়ে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন। অর্থাৎ, তিনি যে পানি দ্বারা পবিত্রতা অর্জন করতেন তাতে মধ্যম পন্থা অবলম্বন করতেন। অনেক সময় গোসলে এক সা‘ পরিমাণ পানি তার জন্য যথেষ্ট হতো। আর তা হলো চার মুদ্দ। আর কখনো একটু বেশি লাগতো। তখন তার শরীরের প্রয়োজন অনুযায়ী পাঁচ মুদ দ্বারা গোসল করতেন। আর তার বাণী: “এক মুদ দ্বারা ওযু করত।” মুদ হলো এক রিতিল ও এক-তৃতীয়াংশ।