الحيي
كلمة (الحيي ّ) في اللغة صفة على وزن (فعيل) وهو من الاستحياء الذي...
আবুদ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, “যে লোক তার কোনো ভাইয়ের মান-সম্মানের ওপর তার অনুপস্থিতে আঘাত প্রতিরোধ করবে, কিয়ামত দিবসে আল্লাহ তা‘আলা তার মুখমণ্ডল হতে জাহান্নামের আগুন প্রতিরোধ করবেন।”
এ হাদীসে মুসলিম ভাইয়ের মান-সম্মান হিফাযত করার ফযীলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কোনো ব্যক্তি কারো সামনে তার ভাইয়ের গীবত করলে তার কর্তব্য হলো তার সে মুসলিম ভাইয়ের পক্ষ হয়ে তার গীবতের প্রতিবাদ করা, গীবতকারীকে গীবত থেকে বিরত রাখা এবং অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু সে উক্ত কাজগুলো না করে তাহলে সে নিজেই তার মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে না এসে বিপদে একা ছেড়ে গেলো।