الأخلاق الحميدة
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা কোমল। তিনি সব কিছুতে কোমলতা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা কোমল। তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমলতার মাধ্যমে এমন কিছু দান করেন যা কঠোরতার কারণে দান করেন না; আর (কোমলতা ব্যতীত) অন্য কোনো কিছুর জন্যও তা দান করেন না।  
عن عائشة -رضي الله عنها- قالت: قال رسول الله -صلى الله عليه وسلم-: «إن الله رفيق يحب الرفق في الأمر كله». وعنها أن النبي -صلى الله عليه وسلم- قال: «إن الله رفيق يحب الرفق، ويعطي على الرفق، ما لا يعطي على العنف، وما لا يعطي على ما سواه».

شرح الحديث :


আল্লাহ তা‘আলা কোমল। তিনি সব কিছুতে কোমলতা পছন্দ করেন। তাঁর বান্দাদের মধ্যে যারা কোমল চরিত্রের, নরম প্রকৃতির, উত্তম আচরণকারী তিনি তাদেরকে ভালোবাসেন এবং কোমলতার জন্য যা কিছু প্রতিদান দেন, কঠোরতা ও হিংস্রতার জন্য তা দান করেন না। তিনি সবকিছুতে কোমল। অতএব, কোমলতা একটি মহান গুণ আর তা মহান আল্লাহর কাছে প্রিয়। সুতরাং মুসলিমের উচিৎ সর্বদা এ মহান গুণে গুণান্বিত থাকা।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية