আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তায়াম্মুম (মাটিতে) দুইবার আঘাত করা: একবার আঘাত করা চেহারার জন্য আর অপর আঘাত করা কনুই পর্যন্ত দুই হাতের জন্য”।
شرح الحديث :
হাদীস শরীফটি তায়াম্মুমের পদ্ধতি বর্ণনা করে। আর তা হলো (মাটিতে) দুটি আঘাত করা। প্রথম আঘাত দ্বারা চেহারা মাসেহ করবে এবং দ্বিতীয় আঘাত দ্বারা দুই কনুই পর্যন্ত মাসেহ করবে। এ হাদীসটি দুর্বল। সহীহ হলো চেহারা এবং দুই হাতের কব্জির জন্য একবার মারাই যথেষ্ট। কারণ, আম্মার ইবন ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর হাদীসে বর্ণিত: “তোমার জন্য যথেষ্ট ছিল তুমি তোমার দুই হাত দ্বারা এভাবে করবে”। মুত্তাফাকুন আলাইহি।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية