আবূ কাতাদাহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত, তিনি জুমু‘আর দিন ছাড়া অন্য সময় দিনের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করাকে অপছন্দ করতেন। এবং বলেন, জাহান্নামকে জুমু‘আর দিন ছাড়া অন্য সময় উত্তপ্ত করা হয়।
شرح الحديث :
জুমু‘আর দিন ছাড়া অন্য দিনে সূর্য্য ডলার সময় নফল সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা নিষেধ করেছেন। সূর্য্য ডলার সময় সালাত আদায় থেকে বিরত থাকতে বলার কারণ কি তা বর্ণনা করেন, আর তা হলো, ঐ সময় জাহান্নাম উত্তপ্ত ও প্রজ্জলিত করা হয়। তবে জুমু‘আর দিন ছাড়া।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية