আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশ করার সময় বলতেন: “হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন্ন ও নারী জিন্ন থেকে আশ্রয় চাই।”
شرح الحديث :
রাসূলের খিদমতে ধন্য আনাস রাদিয়াল্লাহু আনহু এ হাদীসে পায়খানা ও পেশাবের সময় রাসূলের শিষ্টাচার কি ছিল তা আমাদের জন্য আলোচনা করেন। আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রবের প্রতি অধিক আশ্রয় প্রার্থনা করা সত্বেও কোন অবস্থায় আল্লাহর স্মরণ ও তার সাহায্য প্রার্থনা করার অভ্যাস ছাড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে পায়খানা করবেন সেখানে প্রবেশের ইচ্ছা করলে তিনি আল্লাহর নিকট আশ্রয় চাইতেন, তার দিকে ফিরে যেতেন, যাতে তিনি তাকে সে সব অনিষ্ট থেকে বাঁচান যা থেকে অপবিত্রতার শুরু এবং তাকে যেন শয়তানগুলো থেকে রক্ষা করেন। যে শয়তানগুলো সর্বাবস্থায় একজন মুসলিম ভাইয়ের দীন ও ইবাদাত নষ্ট করার কাজে ব্যস্ত থাকে।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية