توحيد الألوهية
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, আপনার সুপারিশ দ্বারা কে বেশি সৌভাগ্যবান? তিনি বললেন, যে ব্যক্তি তার অন্তর থেকে একনিষ্ঠভাবে বলে লাইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই)।  
عن أبي هريرة -رضي الله عنه- قال: قلت: يارسول الله، "من أسعد الناس بشفاعتك؟ قال: من قال لا إله إلا الله خالصا من قلبه".

شرح الحديث :


আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, তার সুপারিশ দ্বারা কে বেশি সৌভাগ্যবান ও উপকারী হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানান যে, যারা এই সাক্ষী দিবে, আর সেটি হচ্ছে অন্তর থেকে একনিষ্ঠভাবে এ সাক্ষী দিবে যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ তার রাসূল, আর তার সাথে লৌকিকতা ও শির্কের মিশ্রণ ঘটাবে না।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية