القواعد الفقهية والأصولية
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না।”  
عن أبي سعيد الخدري -رضي الله عنه- أن رسول الله -صلى الله وعليه وسلم- قال: «لا ضَرَرَ ولا ضِرَارَ».

شرح الحديث :


শরী‘আতে ইসলামের নীতিমালা, আখলাকের নিয়ম-নীতি এবং মানুষের সাথে আচার-আচরণের একটি দৃষ্টান্ত হচ্ছে এই হাদীসটি। আর তা হচ্ছে কষ্টের যত ধরণ ও রূপ আছে মানুষের থেকে তা দূরীভূত করা। সুতরাং মানুষকে কষ্ট দেওয়া হারাম এবং কষ্ট দূরীভূত করা ওয়াজিব। আর কষ্টকে কষ্ট দিয়ে দূর করা যায় না। আর কষ্ট দেওয়াটা হারাম।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية