الجميل
كلمة (الجميل) في اللغة صفة على وزن (فعيل) من الجمال وهو الحُسن،...
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না।”
শরী‘আতে ইসলামের নীতিমালা, আখলাকের নিয়ম-নীতি এবং মানুষের সাথে আচার-আচরণের একটি দৃষ্টান্ত হচ্ছে এই হাদীসটি। আর তা হচ্ছে কষ্টের যত ধরণ ও রূপ আছে মানুষের থেকে তা দূরীভূত করা। সুতরাং মানুষকে কষ্ট দেওয়া হারাম এবং কষ্ট দূরীভূত করা ওয়াজিব। আর কষ্টকে কষ্ট দিয়ে দূর করা যায় না। আর কষ্ট দেওয়াটা হারাম।