فضائل الذكر
আবদুল্লাহ ইবন বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! আমাদের ওপর ইসলামের শারী‘আতের বিষয় অনেক হয়ে গেছে। সুতরাং আমাদেরকে একটি বিষয় জানান, যা আমরা শক্তভাবে আঁকড়ে ধরব। তিনি বললেন: “সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তা‘আলার যিকির দ্বারা সিক্ত থাকে।”  
عن عبد الله بن بسر -رضي الله عنه- قال: أتى النبي -صلى الله عليه وسلم- رجل، فقال: يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علينا، فبابٌ نتمسك به جامع؟ قال: «لا يزال لسانك رَطْبًا من ذكر الله -عز وجل-».

شرح الحديث :


এ হাদীসে বর্ণিত হয়েছে যে, সাহাবায়ে কেরামের মধ্য থেকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি সহজ বিষয় জানতে চাইলেন যার মধ্যে সকল কল্যাণ নিহিত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর যিকিরের নির্দেশ দিলেন। তিনি বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তা‘আলার যিকির দ্বারা সিক্ত থাকে। দিন ও রাতের মুহূর্তগুলোতে তুমি যিকিরে রত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যিকিরকে বাছাই করলেন; যেহেতু এটি হালকা, তার ওপর সহজ ও তার সাওয়াব বহুগুণ এবং তার মহান উপকারগুলো গুনে শেষ করা যায় না।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية