البدعة
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “যে কেউ এমন আমল করল যা আমাদের শরী‘আতে নেই তা প্রত্যাখ্যাত।”  
عن عائشة -رضي الله عنها- قالت: قال رسول الله -صلى الله عليه وسلم-: "من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد " وفي رواية " مَن عَمِلَ عملًا ليس عليه أمرُنا فهو رَدٌّ".

شرح الحديث :


যে সকল আমল অথবা কথা কোনোভাবে শরী‘আত অনুযায়ী হয় না, যেমন শরী‘আতের কোনো দলীল ও নীতি তার স্বপক্ষে প্রমাণ বহন করে না, তা ঐ ব্যক্তির ওপরই প্রত্যাখ্যাত এবং অগ্রহণযোগ্য।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية