এতেকাফ: তাৎপর্য , উদ্দেশ্য ও বিধান এতেকাফ একটি ঈমানি শিক্ষাগার যেখানে প্রাণিত হয় মানুষের ধর্মীয় চেতনা। এতেকাফ অবস্থায় ইবাদত চর্চার নির্জন আবহে স্বচ্ছতার স্পর্শ পায় মানুষের অন্তরাত্মা। এতেকাফ হাজার মাস থেকেও উত্তম রজনী, লাইলাতুল কদর, পাইয়ে দিতে সাহায্য করে একজন মুমিনকে। তাই এতেকাফ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন আমাদের সবার জন্যই জরুরি। বক্ষ্যমাণ প্রবন্ধে এতেকাফের লক্ষ্য-উদ্দেশ্য, উপকারিতা, ও বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। এতেকাফ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও উসওয়ার উপরও এখানে আলোকপাত করা হয়েছে সমানভাবে।