বর্তমান যুগে মুসলিমরা সাওয়াবের নিয়ত ব্যতীত কোনো উদ্দেশ্যে কুরআনুল কারিম তিলাওয়াত করে না বললেই চলে, তাই তিলাওয়াতের সময় কুরআনুল কারিমের ইলম ও জ্ঞানের দিকে তাদের মন ধাবিত হয় না। অথচ ইলম, হিদায়েত ও রহমত লাভের নিয়তে তিলাওয়াত করে সওয়াবসহ অনেক উদ্দেশ্য হাসিল করা যায়। প্রবন্ধটি পড়ে এ জাতীয় আরো অনেক নিয়ত সম্পর্কে জানা যাবে, যা ব্যক্তিকে কুরআনুল কারিম তিলাওয়াতের প্রতি উদ্যোগী ও মনোযোগী হতে সাহায্য করবে, ইনশাআল্লাহ।