শরীয়ত শব্দটি অনেককেই চমকে দেয়। তারা ভাবেন, শরীয়ত এসেছে মানুষকে কোনো আদিম যুগে ফিরিয়ে নিতে। শরীয়ত বলতে কেউ বা বোঝেন বর্বর একদল লোকের তৈরি কিছু আইন-কানুন। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী আদৌ কোনো মানুষ শরীয়ত রচনা করে নি। শরীয়ত দিয়েছেন স্বয়ং মানুষের স্রষ্টা। শরীয়ত আসলে কী? আধুনিক মানুষের জন্য এতে কী কল্যাণ আছে? আমরা কি শরীয়তের মুখাপেক্ষী? শরীয়ত কি অতীতকে আঁকড়ে থাকতে বলে? শরীয়ত কি জীবনের সকল দিককে নিয়ন্ত্রণ করবে? শরীয়ত অনুযায়ী চলা না-চলা কি মানুষের ইচ্ছাধীন? শরীয়ত নিয়ে বহু জিজ্ঞাসার জবাব নিয়েই আমাদের এই আলোচনা।