البحث

عبارات مقترحة:

الآخر

(الآخِر) كلمة تدل على الترتيب، وهو اسمٌ من أسماء الله الحسنى،...

الوتر

كلمة (الوِتر) في اللغة صفة مشبهة باسم الفاعل، ومعناها الفرد،...

الخبير

كلمةُ (الخبير) في اللغةِ صفة مشبَّهة، مشتقة من الفعل (خبَرَ)،...

আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ইরাক দিরহাম ও কাফীয প্রদান থেকে বিরত থাকবে। শাম মুদ ও দিনার আর মিসর ইরদাব ও দিনার থেকে বিরত থাকবে। আর তোমরা যেখান থেকে শুরু করছিলে সেখানে ফিরে যাবে। আর তোমরা যেখান থেকে শুরু করছিলে সেখানে ফিরে যাবে। আর তোমরা সেখান থেকে শুরু করছিলে সেখানে ফিরে যাবে।” আবূ হুরায়রার গোস্ত ও রক্ত তার ওপর সাক্ষী।

شرح الحديث :

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, অচীরেই মুসলিমগণ ইরাক, শাম এবং মিসর জয় করবে। তখন তারা তাদের ওপর মীকাল এবং ওজনের মাধ্যমে কিছু সম্পদ নির্ধারণ করে দেবে যা তারা মুসলিমদের জন্য পরিশোধ করবে। কিন্তু শেষ যামানায় তারা তা আদায় করবে না। কারণ, হয়তো তখন যে কাফির এ দেশগুলোতে বসবাস করবে তারা চুক্তি ভঙ্গ করবে এবং তারা তাদের ওপর নির্ধারিত সম্পদ প্রদান করবে না। অথবা এ সব দেশে বহির বিশ্বের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে ফলে তারা এ সব সম্পদ মুসলিমদের কাছে পৌঁছতে নিষেধ করবে। তখন মুসলিমগণ দুর্বল হয়ে পড়বে যেমনটি তারা প্রথম যুগে দুর্বল ছিল।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية