القدوس
كلمة (قُدُّوس) في اللغة صيغة مبالغة من القداسة، ومعناها في...
আবদুল্লাহ ইবন ‘মালেক ইবন বুহাইনাহ রাদিয়াল্লাহু ‘আনহুম হতে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন তখন তিনি দুই বাহুকে দুই পার্শ্ব থেকে অনেক দূরে রাখতেন যাতে দুই হাত সেজদায় স্বাভাবিক ও যথাস্থানে থাকতে পারে। আর অধিক প্রসস্থতার কারণে তার বগলের পরিচ্ছন্নতা প্রকাশ পেত। আর এটি এ জন্য যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় ইমাম ছিল অথবা একা সালাত আদায়কারী ছিল। কিন্তু যারা মুক্তাদি যার ছড়ানো দ্বারা তার পাশের লোক কষ্ট পায় তার জন্য এ ধরনের ছড়ানো বৈধ নয়।