الولي
كلمة (الولي) في اللغة صفة مشبهة على وزن (فعيل) من الفعل (وَلِيَ)،...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, সহসা তিনি ধপাস শব্দ শুনলেন। তিনি বললেন, তোমরা কি জান এটি কী? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল অধিক জানেন। তিনি বললেন, “এটি একটি পাথর, সত্তর বছর আগে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। সেটি এখনো জাহান্নামের নিচে পতিত হচ্ছে, যখন তার তলদেশে গিয়ে পৌঁছল, তোমরা তার ধপাস করে পড়ার শব্দ শুনেছ।”
সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, ইত্যবসরে তারা ধপাস শব্দ শুনলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন, তোমরা জান এটি কী? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, “এটি একটি পাথরের শব্দ, সত্তর বছর আগে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সেটি এখনো নিচে পতিত হচ্ছে, যখন তার তলদেশে গিয়ে পৌঁছল, তখন তার পড়ার আঘাতে জাহান্নামের কেঁপে উঠার শব্দ তোমরা শুনেছ।”