العليم
كلمة (عليم) في اللغة صيغة مبالغة من الفعل (عَلِمَ يَعلَمُ) والعلم...
যায়েদ ইবন আসলাম আত-তাবে‘ঈ রাহিমাহুল্লাহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, কুরসীর সামনে সপ্ত আকাশ সাতটি দিরহামের মতো যা একটি প্রসস্থ ময়দানে রেখে দেওয়া হলো”।
এ হাদীসটিতে আরশ ও কুরসীর বড়ত্ব সম্পর্কে সংবাদ রয়েছে। সাত আসমানের বিশালতা এবং তাদের মাঝে দীর্ঘ দূরত্ব সত্বেও কুরসীর বড়ত্বের তুলনায় সাত আসমান সাতটি দিরহামের মতো; যা কোন একটি প্রসস্ত জায়গায় রাখা হলো। সুতরাং তা কতটুক জায়গা দখল করে? তা একেবারে সামান্য জায়গা দখল করবে। হাদীস দুর্বল হলেও আরশ বা কুরসীর বড়ত্বের ব্যাপারে কোন সন্দেহ নেই।