المؤمن
كلمة (المؤمن) في اللغة اسم فاعل من الفعل (آمَنَ) الذي بمعنى...
উবাদাহ ইবনে সক্ষামেত রাদিয়াল্লাহু ‘আনহু মারফূ হিসেবে বলেন, “যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া (সত্য) কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, আর মুহাম্মাদ তাঁর বান্দা ও রসূল এবং ঈসা আল্লাহর বান্দা ও তাঁর রসূল, আর তাঁর বাণী যা তিনি মারয়্যামের মধ্যে নিক্ষেপ করেছেন এবং তাঁর রূহ। আর জান্নাত সত্য ও জাহান্নাম সত্য। তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন; তাতে সে যে কর্মই ক’রে থাকুক না কেন।”
এ হাদীসটি আমাদের জানিয়ে দেয় যে, যে ব্যক্তি তাওহীদের বাক্য উচ্চারণ করে, তার অর্থ বুঝে তার দাবি অনুযায়ী আমল করে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের বান্দা ও রাসূল হওয়ার সাক্ষ্য প্রদান করে, ঈসা আলাইহিস সালামের বান্দা ও রাসূল হওয়াকে স্বীকার করে ও স্বীকার করে যে, তাকে কুন বাক্য দ্বারা মারইয়াম থেকে সৃষ্টি করা হয়, ইয়াহুদীরা তার মা সম্পর্কে যে অপবাদ দিয়েছে তা থেকে তার মা নিরাপরাধ হওয়াকে স্বীকার করে এবং মু’মিনদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নামকে স্বীকার করে এবং তার ওপর মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে তার আমল যেমনই হোক না কেন।