الأكرم
اسمُ (الأكرم) على وزن (أفعل)، مِن الكَرَم، وهو اسمٌ من أسماء الله...
আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হল। এটি তিনবার বলেছেন।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন যে, কোন কিছুতে বাড়াবাড়ি করা এবং তার গভীরে প্রবেশ করা ধ্বংসের কারণ হয়। এ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো তা থেকে নিষেধ করা। এ ধরনের বিষয়সমূহ হতে একটি বিষয় হলো, ইবাদাতে আত্মাকে এমনভাবে কষ্ট দেওয়া যাতে সে বিরক্ত হয় ও ছেড়ে দেয়। এ থেকে আরেকটি বিষয় হলো, কথার মধ্যে বাড়াবাড়ি করা এবং তার গভীরে প্রবেশ করা। আর অপরাধের বিবেচনায় মারাত্মক বাড়াবাড়ি এবং যার থেকে সতর্ক করা অধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে: নেককার লোকদের সম্মান দেখানোর ক্ষেত্রে বাড়াবাড়ি করা, যা এমন পথ পর্যন্ত নিয়ে যায়, যার পরিণতি হয় শির্ক।