الحيي
كلمة (الحيي ّ) في اللغة صفة على وزن (فعيل) وهو من الاستحياء الذي...
আবূ হুরায়রা ও জাবের রাদিয়াল্লাহু ‘আনহুমা কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যুদ্ধ হচ্ছে ধোঁকা সম্বলিত কৌশল অবলম্বনের নাম।”
“যুদ্ধ হচ্ছে ধোঁকা সম্বলিত কৌশল অবলম্বনের নাম।” অর্থাৎ যুদ্ধের ময়দানে মুসলিমদের কোনো ক্ষতি না করে কাফিরদের ক্ষতি করা ও তাদের পরাজিত করার উদ্দেশ্যে তাদের ধোঁকা দেওয়া এবং তাদের সাথে কৌশল অবলম্বন করা বৈধ। শরী‘আতে এ ধরনের কর্ম নিন্দনীয় নয়, বরং এ ধরনের কর্মই কাম্য। ইবনুল মুনাইয়্যের রহ. বলেন, মুজাহিদের জন্যে পরিপূর্ণ উদ্দেশ্য লাভে উত্তম জিহাদ হলো, কৌশল অবলম্বন করা, মুখোমুখি না হওয়া। কারণ মুখোমুখি হওয়ার ক্ষতির আশংকা থাকে, আর কৌশল অবলম্বনে ক্ষতি ছাড়া সফলতা লাভ হয়। তবে ধোঁকার অর্থ বিশ্বাসঘাতকতা নয়। বিশ্বাসঘাতকতা হচ্ছে, মুসলিম ও তাদের দুশমনদের সাথে কৃত সমঝোতা বা চুক্তি বিরোধী কোনো কিছু করা। আল্লাহ বলেন, “আর যদি তুমি কোনো কাওম থেকে নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতার আশঙ্কা কর, তাহলে (তাদের চুক্তি) তাদের দিকে সোজা নিক্ষেপ কর, নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না।” অর্থাৎ, যদি তোমাদের মধ্যে কোনো সম্প্রদায়ের লোকদের সাথে কোনো চুক্তি থাকে, তাহলে তাদের সাথে যুদ্ধ করার পূর্বে তা ভঙ্গ করার বিষয়টি তাদের জানিয়ে দিবে। যাতে তোমরা ও তারা সমান সুযোগ লাভ করতে পারে।