النصير
كلمة (النصير) في اللغة (فعيل) بمعنى (فاعل) أي الناصر، ومعناه العون...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“দুনিয়া হলো মু’মিনের জেলখানা আর কাফেরের জান্নাত।”
কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা একজন মু’মিনের জন্য যে সব চিরস্থায়ী নি‘য়ামত প্রস্তুত করে রেখেছেন, সে তুলনায় এ দুনিয়া তার জন্য জেলখানা। পক্ষান্তরে কিয়ামতের দিন একজন কাফিরের জন্য যে স্থায়ী শাস্তি তৈরি করা হয়েছে, সে তুলনায় তার জন্য এ দুনিয়া হলো তার জান্নাত।