ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর যিকির ব্যতীত বেশি কথা বলবে না; কেননা আল্লাহর যিকির ছাড়া বেশি কথা বললে মন কঠোর হয়ে যায়। আর মানুষের মধ্যে কঠোর হৃদয় ব্যক্তিই আল্লাহ থেকে সবচেয়ে দূরে থাকে।”
شرح الحديث :
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার যিকির ব্যতীত বেশি কথা বলতে নিষেধ করেছেন। তিনি এর কারণ উল্লেখ করেছেন যে, এতে অন্তর কঠোর হয়ে যায় এবং এর উপরে আবরণ পড়ে যায়। অন্তরে অধিক পরিমাণে আবরণ পড়ার ফলে তা উপদেশ দ্বারা উপকৃত হয় না, সে সৎকাজের আদেশ মান্য করে না এবং অসৎকাজ থেকে বিরত থাকে না। আর তিনি আরো উল্লেখ করেছেন যে, মানুষের মধ্যে কঠোর হৃদয় ব্যক্তিই আল্লাহ থেকে সবচেয়ে দূরে থাকে। হাদীসটি দ‘ঈফ। উপরোক্ত হাদীসের বদলে নিম্নোক্ত হাদীসটিই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে।” বুখারী ও মুসলিম। আর আল্লাহর যিকির করার অনুপ্রেরণা দিয়ে এবং তা থেকে গাফিল হওয়া থেকে সতর্ক করে বহু প্রমাণাদি এসেছে। সুতরাং কুরআন ও হাদীসে উক্ত হাদীসের সমার্থবোধক বাক্য রয়েছে।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية