البحث

عبارات مقترحة:

الأكرم

اسمُ (الأكرم) على وزن (أفعل)، مِن الكَرَم، وهو اسمٌ من أسماء الله...

العفو

كلمة (عفو) في اللغة صيغة مبالغة على وزن (فعول) وتعني الاتصاف بصفة...

الولي

كلمة (الولي) في اللغة صفة مشبهة على وزن (فعيل) من الفعل (وَلِيَ)،...

উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মরফু হিসেবে বর্ণিত “কিয়ামতের দিন নগ্নপদ, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাশরের মাঠে একত্র করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল! নারী-পুরুষ সবাইকে উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে? তাহলে একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আয়েশা! ব্যাপারটি একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকার চেয়ে অনেক ভয়াবহ হবে। অপর বর্ণনায় এসেছে : অবস্থা কেউ কারো প্রতি দৃষ্টিপাত করার চেয়ে অধিক ভয়াবহ।

شرح الحديث :

আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি: কিয়ামতের দিন আল্লাহ মানুষকে এমন একত্রিত করবেন, যে অবস্থায় তাদের জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না এবং তারা হবে খাতনাবিহীন। তারা কবর থেকে ঐ দিনের মতো বের হবে যেদিন তাদের মা তাদেরকে ভূমিষ্ট করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল! নারী-পুরুষ সকলকেই উলঙ্গ অবস্থায় থাকবে? তাহলে তো একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ব্যাপারটি এর চেয়ে অধিক ভয়াবহ অথবা কেউ কারো প্রতি দৃষ্টিপাত করার চেয়েও অধিক ভয়াবহ।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية