الحسيب
(الحَسِيب) اسمٌ من أسماء الله الحسنى، يدل على أن اللهَ يكفي...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, “দু’টি কলেমা (বাক্য) দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে (উচ্চারণে) খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী : (তা হচ্ছে,) ‘সুবহানাল্লাহি অবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম”। অর্থ আমরা আল্লাহ তা‘আলার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ঘোষণা করেছি, মহান আল্লাহ অতীব পবিত্র।”
এ হাদীসটিতে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, অল্প অক্ষর বিশিষ্ট তবে মীযানে ভারী এ দুটি বাক্যকে পরম করুনাময় আমাদের রব তাবারাকা ওয়াতা‘আলা মহব্বত করেন: (তা হচ্ছে,) ‘সুবহানাল্লাহি অবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম।’ কারণ, এ দুটি কালিমা তাসবীহ এবং আল্লাহর শানের সাথে যা প্রযোজ্য নয় তা থেকে এবং যাবতীয় ত্রুট থেকে তার পবিত্র হওয়াকে অর্ন্তভুক্ত করে। এবং আযমত দ্বারা গুণান্বিত করে এ জাতীয় পবিত্রতা ঘোষণা করার প্রতি গুরুত্বারোপ করে।