الأعلى
كلمة (الأعلى) اسمُ تفضيل من العُلُوِّ، وهو الارتفاع، وهو اسمٌ من...
জাবের রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “অত্যাচার করা থেকে বাঁচ। কেননা, অত্যাচার কিয়ামতের দিন অনেকগুলো অন্ধকার হবে। আর কৃপণতা থেকে দূরে থাক। কেননা, কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস ক’রে দিয়েছে। (এই কৃপণতাই) তাদেরকে রক্তপাত ও হারাম বস্তুকে হালাল করতে প্ররোচিত করেছিল।”
অর্থাৎ মানুষের প্রতি অত্যাচার করা, নফসের প্রতি অত্যাচার করা এবং আল্লাহর হক বিষয়ে অত্যাচার করা থেকে বিরত থাক। কারণ, কিয়ামতের দিন তার পরিণতি খুবই করুণ। আর লোভের সাথে কৃপণতা করা থেকেও দূরে থাক। এটি জুলুমেরই একটি প্রকার। এটি অন্যান্য উম্মাতদের মধ্যে পুরাতন রোগ। এটি একে অপরকে হত্যা এবং হারামকৃত বস্তুসমূহ যেগুলোকে আল্লাহ হারাম করেছেন হালাল করার কারণ হয়েছিল।