البحث

عبارات مقترحة:

القريب

كلمة (قريب) في اللغة صفة مشبهة على وزن (فاعل) من القرب، وهو خلاف...

البر

البِرُّ في اللغة معناه الإحسان، و(البَرُّ) صفةٌ منه، وهو اسمٌ من...

المقدم

كلمة (المقدِّم) في اللغة اسم فاعل من التقديم، وهو جعل الشيء...

আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় তোমার মধ্যে দু'টি গুণ আছে, যা আল্লাহ পছন্দ করেন: সহিষ্ণুতা ও ধীর-স্থিরতা।”

شرح الحديث :

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী আবদে কায়েস গোত্রের আশাজ্জকে বলেছেন, “নিশ্চয় তোমার মধ্যে দু'টি গুণ আছে, যা আল্লাহ ও তাঁর রাসূল পছন্দ করেন: সহিষ্ণুতা ও তাড়াহুড়ো না করা।” কারণ আশাজ্জ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্প্রদায়ের অন্যান্য লোকদের মতো তাড়াহুড়ো অবস্থায় গমন না করে জাতির স্বার্থ খেয়াল রেখে ধীর-স্থিরতা অবলম্বন করলেন আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময়ও সহিষ্ণুতার পরিচয় দেন। তার কথা-বার্তা প্রমাণ করছিল যে তিনি পরিপক্ক বিবেক-বিবেচনা ও ফলাফলের প্রতি গভীর দৃষ্টিপাতের গুণে গুণান্বিত ব্যক্তি।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية