العليم
كلمة (عليم) في اللغة صيغة مبالغة من الفعل (عَلِمَ يَعلَمُ) والعلم...
‘আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচারী ছিলেন না। তিনি বলতেন, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ যে নৈতিকতায় সর্বোত্তম।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতেই অশ্লীল ভাষী ও অন্যায় কর্ম সম্পাদনকারী ছিলেন না। তিনি সে রকম কোনো কাজ ইচ্ছা-অনিচ্ছায়ও করেন নি, বরং তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। তিনি বলেছেন, সে ব্যক্তি সর্বোত্তম মুমিন যে সর্বোত্তম চরিত্রের; কেননা উত্তম চরিত্র ভালো কাজের দিকে আহ্বান করে ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।