الإله
(الإله) اسمٌ من أسماء الله تعالى؛ يعني استحقاقَه جل وعلا...
আব্দুল্লাহ ইবন ‘আমর ইবন ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি জবাব দিলেন, “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দিবে।”
সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কোন ইসলাম উত্তম? অর্থাৎ ইসলামের কোন আদব অথবা মুসলিমদের কোন স্বভাব সাওয়াব ও উপকারের দিক দিয়ে অতি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মানুষকে খাবার খাওয়ানো আর তুমি যাকে চেন ও না-চেন সবাইকে সালাম দেওয়া।