القدير
كلمة (القدير) في اللغة صيغة مبالغة من القدرة، أو من التقدير،...
‘উকবা ইবন আমের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “অচিরেই তোমাদের জন্য অনেক ভূখণ্ড জয়লাভ হবে এবং (শত্রুদের বিরুদ্ধে) আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হবেন। কাজেই তোমাদের কেউ যেন, তার তীর নিয়ে (অবসর সময়ে) খেলতে (অভ্যাস করতে) অক্ষমতা প্রদর্শন না করে।”
এ হাদীসে তীর নিক্ষেপ বিষয়ে শিক্ষা লাভ ও তা চর্চা করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে; যদিও তার প্রয়োজন না থাকে। কেননা, এটি মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ হতে সাহায্য লাভ, আল্লাহই যথেষ্ট হওয়ার বিষয়টি হাসিল করা এবং রিষিক লাভ করার অন্যতম মাধ্যম।