الأحد
كلمة (الأحد) في اللغة لها معنيانِ؛ أحدهما: أولُ العَدَد،...
আবূ ইয়াহইয়া খুরাইম ইবন ফাতিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, সেটার বিনিময়ে তার জন্য সাতশ’ গুণ লেখা হয়।”
এ হাদীসটির মধ্যে আল্লাহর রাস্তায় খরচ করার ফযীলত আলোচনা করা হয়েছে। আল্লাহর রাস্তায় খরচকারী সাতশতগুণ খরচকারীর মতো। এটি আল্লাহ তা‘আলা বাণীরই অবিকল প্রতিধ্বনী। তিনি বলেন, “যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”