ঈসা ইবন ইয়াযদাদ তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পেশাব করার পর যেন তার লজ্জাস্থান তিনবার ঝাড়ে।
شرح الحديث :
এ হাদীসটি প্রমাণ করে যে, কোন ব্যক্তি যখন পেশাব করে অর্থাৎ পেশাব শেষ করে তখন তার ওপর তিনবার লজ্জাস্থান ঝাড়া ছাড়া কোনো কাজ নেই। অর্থাৎ শক্তভাবে তা টানবে। এভাবে ঝাড়া বা এ ধরনের আরো কোন উপায়ে পবিত্রতা অর্জন করা মুস্তাহাব। যদি কোন ব্যক্তি এ কর্মটি না করে এবং পেশাব বন্ধ হওয়ার পর সে পবিত্রতা অর্জন করে এবং তারপর সে ওযূ করে তার ওযূ হয়ে যাবে। হাদীসটি দূর্বল। এ ধরনের আমল প্রচলন করা যাবে না। বরং বিভিন্ন মাযহাবের কোন কোন আলেম বলেছেন, এটি বিদআত।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية