আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি প্রত্যহ একশ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও।”
شرح الحديث :
এ হাদীসটি উক্ত নির্ধারিত শব্দে তাসবীহ পাঠ করার ফযীলত প্রমাণ করে। যে ব্যক্তি সে শব্দাবলীসহ উক্ত তাসবীহটি পড়বে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন; তার গুনাহ যতো বেশি হোক; যদিও তা পরিমানে বেশি হওয়ার দিক থেকে সমুদ্রের ফেনার মত হয়। এটি আল্লাহর যিকিরকারী বান্দাদের প্রতি তার অশেষ অনুগ্রহ।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية