صدقة التطوع
আবূ হুরায়রা আব্দুর রহমান ইবন সখর আদ-দাউসী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, মহান আল্লাহ বলেছেন, হে আদম সন্তান! তুমি খরচ কর, তোমার জন্যও খরচ করা হবে।  
عن أبي هريرة عبدالرحمن بن صخر الدوسي -رضي الله عنه- مرفوعاً: .«قال الله تعالى: أنفق يا ابن آدم ينفق عليك».

شرح الحديث :


হে আদম সন্তান! তুমি খরচ কর, সম্পদ ব্যয় ও খরচ করার সময় দারিদ্রের ভয় করো না এবং তুমি কৃপণ হয়ো না। কেননা তুমি যদি অন্যের জন্য সম্পদ ব্যয় করো তাহলে আল্লাহ তোমার জন্য সম্পদ ব্যয় করবেন। তোমাদের কাছে যা কিছু আছে তা শেষ হলেও আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে তথা জমা থাকবে। এ হাদীসটির বক্তব্য আল্লাহর নিম্নোক্ত বাণীর সাথে সঙ্গতিপূর্ণ, “আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি পরে তার বিনিময় দিবেন।” (সূরা সাবা, আয়াত: ৩৯)। অতএব, এ হাদীসে কল্যাণকর কাজে ব্যয়ের প্রতি উৎসাহিত করা হয়েছে এবং মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহে পরকালে তার বিনিময় পাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية