আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসার সাথে আরম্ভ না করলে অসম্পূর্ণ থেকে যায়।”
شرح الحديث :
হাদীসটি শিক্ষা দেয় যে, অবশ্যই প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ শরী‘আতের বিবেচনায় গুরুত্বপূর্ণ, যেমন, খুতবা, ওয়াজ, গুরুত্বপূর্ণ বাক্য ইত্যািদি যা আল্লাহর প্রশংসার সাথে আরম্ভ করা হয় না, অর্থাৎ প্রশংসা সম্বোলিত যে কোন শব্দই হোক তা বলা হয় না, তা অসম্পূর্ণ থেকে যায়। অর্থাৎ বরকত কম হয়। হাদীসটি দুর্বল। কিন্তু আমলী সুন্নাত প্রমাণ করে যে, যাবতীয় কর্মে এটিই ছিল রাসূলের আদর্শ।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية