توحيد الألوهية
ফদল ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, “কুসংস্কার হলো যা তোমাকে চালায় অথবা তোমাকে বিরত রাখে।”  
عن الفضل بن العباس -رضي الله عنهما "إنما الطِّيَرَةُ ما أَمْضَاكَ أو رَدَّكَ".

شرح الحديث :


নিষিদ্ধ কুলক্ষণ এবং যা মূলত শির্ক, তার হাকীকত ও বাস্তবতা হলো যা মানুষকে তার ইচ্ছা বাস্তবায়ন করতে উদ্বুদ্ধ করে অথবা সে যার ওপর ভরসা করে তার ইচ্ছাকে ত্যাগ করে। যদি তা তাকে তার সিদ্ধান্ত যেমন সফর ইত্যাদি থেকে বিরত রাখে সে শির্কের দরজায় প্রবেশ করল এবং আল্লাহর ওপর ভরসা করা থেকে মুক্ত এবং স্বীয় আত্মার ওপর ভীতির দরজা খুলল। হাদীসের উদ্দেশ্য হলো, যাকে কুসংস্কার তার সিদ্ধান্তা বাস্তবায়ন থেকে ফিরায় না তা তার জন্য ক্ষতিকর নয়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية