العتق
ইবন ‘উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফূ‘ সনদে হাদীস বর্ণিত, দাস যখন তার মনিবের কল্যাণকামী হয় এবং আল্লাহর ইবাদত সুন্দরভাবে করে তখন তার জন্য বিনিময় রয়েছে দুইবার। আবূ মূসা আল-আশ‘আরী রাদিয়াল্লাহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত: “যে দাস তার রবের ইবাদত সুন্দরভাবে করে এবং তার ওপর মনিবের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করে, তার কল্যাণকামী হয় ও আনুগত্য করে, তার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান।  
عن ابن عمر-رضي الله عنهما- مرفوعاً: «إن العبد إذا نصح لسيده، وأحسن عبادة الله، فله أجره مرتين». عن أبي موسى الأشعري -رضي الله عنه- مرفوعاً: «المملوك الذي يحسن عبادة ربه، ويُؤدي إلى سيده الذي عليه من الحق، والنصيحة، والطاعة، له أجران».

شرح الحديث :


এ হাদীসে ঐ দাসের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা আলোচনা করা হয়েছে যে দাস ইবাদত বন্দেগীর মাধ্যমে তার রবের হক আদায় করে এবং মনিবের যাবতীয় খিদমত ও তার স্বার্থের প্রতি যত্নবান হওয়ার মাধ্যমে তার হক আদায় করে, সে এ কারণে দুইবার বিনিময় লাভ করবে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية