السلام
كلمة (السلام) في اللغة مصدر من الفعل (سَلِمَ يَسْلَمُ) وهي...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু হিসেবে বর্ণিত: “জান্নাতে এমন কিছু জাতি প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখীর অন্তরের মত।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসী এক সম্প্রদায়ের বিশেষ সম্পর্কে সংবাদ দেন এবং তাদের অন্তরসমূহ হবে নরম ভীত যেমন পাখি ভীত-সন্ত্রস্ত হয়। এ সব মু’মিনের তাদের রবের ভয় থেকে এটি হবে। যেমননিভাবে পাখি অধিক ভীত ও আতঙ্কিত হয়, তারাও তাদের প্রয়োজন মেটাতে সব মানুষের চেয়ে আল্লাহর ওপর অধিক ভরসাকারী। যেমন পাখি সকাল বেলা তার রিযিকের সন্ধানে বের হয়ে পড়ে।