المنان
المنّان في اللغة صيغة مبالغة على وزن (فعّال) من المَنّ وهو على...
নু‘মান ইবন বশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, “হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দু’য়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে, সে তার দীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হল সে হারামেই লিপ্ত হল। যেমন রাখাল, যে তার পশু বাদশাহ সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশংকা রয়েছে। জেনে রাখ যে, প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরো জেনে রাখ যে, আল্লাহর যমীনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখ, শরীরে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হলো অন্তর।”
সাধারণ নীতিমালা হলো, আল্লাহ ও তাঁর রাসূল যা হালাল করেছেন এবং যা হারাম করেছেন তার প্রত্যেকটিই স্পষ্ট। আর মুসলিমের ওপর আশংখা হচ্ছে সন্দেহজনক বিষয়সমূহের। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহকে পরিত্যাগ করবে, সে হারামে পতিত হওয়া থেকে দূরে রেখে তার দীনকে রক্ষা করতে পারবে। একই সাথে এই সন্দেহজনক কাজ করার কারণে মানুষ তাকে দোষারোপ করার যে সম্ভাবনা তা থেকে নিজেকে রক্ষা করা যায়। আর যে সন্দেহজনক বিষয়সমূহ থেকে বিরত থাকবে না, সে নিজেকে হয়তো হারামে পতিত হওয়ার দিকে ধাবিত করল অথবা নিজেকে মানুষের গীবতের লক্ষ্যে পরিণত করল ও তাদেরকে অপমান করার সুযোগ দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ ব্যক্তির জন্য একটি উদাহরণ দিলেন যে ব্যক্তি সন্দেহ যুক্ত বস্তুতে লিপ্ত থাকে সে ঐ রাখালের ন্যায়, যে তার উট অথবা বকরি বাদশাহ সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, নিকটে হওয়ার কারণে অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশংকা রয়েছে। এমনিভাবে যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয়ে পড়ে, সে এ কারণে স্পষ্ট হারামের নিকটবর্তী হয়ে যাবে। অতঃপর শীঘ্রই সে তাতে পতিত হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিকে ইঙ্গিত করেছেন যে, নিশ্চয় প্রকাশ্য আমল অপ্রকাশ্য আমলের প্রমাণ বহন করে ভালো হোক বা মন্দ হোক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, শরীরে একটি গোশতের টুকরো আছে (তা হচ্ছে কলব), তার সুস্থতায় শরীর সুস্থ থাকে। আর তার অসুস্থতায় শরীর খারাপ হয়ে যায়।