المليك
كلمة (المَليك) في اللغة صيغة مبالغة على وزن (فَعيل) بمعنى (فاعل)...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘লুঙ্গির যে পরিমাণটুকু পায়ের গাঁটের নীচে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে।’ আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুসলিমের লুঙ্গি অর্ধ গোছা পর্যন্ত ঝুলানো উচিত। গাঁটের উপর পর্যন্ত ঝুললে [তি নেই। যে অংশ লুঙ্গি পায়ের গাঁটের নীচে ঝুলবে, তা জাহান্নামে নি[িপ্ত হবে। আর অহংকারবশতঃ যে ব্যক্তি পায়ের গাঁটের নীচে ঝুলিয়ে লুঙ্গি পরবে, তার দিকে আল্লাহ (করুণার দৃষ্টিতে) তাকিয়ে দেখবেন না।”
মুসলিমের পরিধেয় লুঙ্গি-পায়জামা পরিধানের মুস্তাহাব পদ্ধতি হলো, কাপড়টি নলার মধ্যভাগ পর্যন্ত থাকবে। তবে টাখনুদ্বয় পর্যন্ত রাখলেও মুমিনের কোনো গুনাহ হবে না। কিন্তু টাখনুদ্বয়ের নিচে গেলে তা যদি লুঙ্গি-পায়জামা হয় তাহলে সে তার কাপড় ছেড়ে দেওয়ার অপরাধে শাস্তি পাবে। যে ব্যক্তির উপর আল্লাহর নিয়ামতসমূহ পরম্পরায় আসতেই থাকে সে যদি অহংকার ও অবাধ্যতা বশত নিজের কাপড় হেঁচড়িয়ে চলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি তাকাবেন না।