البصير
(البصير): اسمٌ من أسماء الله الحسنى، يدل على إثباتِ صفة...
আবূ সিরমা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবেন।”
হাদীসটি কোন মুসলিমকে নির্যাতন করা, কষ্ট দেওয়া, ক্ষতি পৌঁছানো হারাম হওয়ার প্রমাণ। চাই তা তার দেহ অথবা সম্পদ অথবা পরিবার অথবা সন্তান যে কোন বিষয়ে হোক। যে ব্যক্তি কোন মুসলিমকে ক্ষতি করে এবং কষ্ট দেয় আল্লাহ তা‘আলা তার কর্ম অনুযায়ী তাকে শাস্তি দেবেন। চাই এ ধরনের ক্ষতি কোন কল্যাণ ছুটে যাওয়া দ্বারা অথবা যে কোন কারণে ক্ষতি সাধিত হওয়া দ্বারা হোক। এ প্রকার হচ্ছে লেনদেনে ধোকা ও প্রতারণা করা, পণ্যে দোষ গোপন করা এবং অপর ভাইয়ের প্রস্তাবের ওপর প্রস্তাব দেওয়া।