القابض
كلمة (القابض) في اللغة اسم فاعل من القَبْض، وهو أخذ الشيء، وهو ضد...
বারা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দু’জন মুসলিম পরস্পর সাক্ষাৎ করার পর যখন মুসাফাহা করে, তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী, (ما من مسلمين يلتقيان فيتصافحان) “যখন দু’জন মুসলিম সাক্ষাতকালে মুসাফাহা করে।” মুসাফাহার পরেই (إلا غفر لهما) তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়।” ভালো কাজের দ্বারা আল্লাহর হক সম্পৃক্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী, (قبل أن يتفرقا) “তারা বিচ্ছিন্ন হওয়ার আগে তাদেরকে ক্ষমা করা হয়” এ কথা দ্বারা মুসাফাহার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। তবে হারাম মুসাফাহা যেমন পর নারীর সাথে মুসাফাহা করা এ হাদীসের বিধান থেকে আলাদা (অর্থাৎ নিষিদ্ধ)।