البحث

عبارات مقترحة:

المقدم

كلمة (المقدِّم) في اللغة اسم فاعل من التقديم، وهو جعل الشيء...

الحيي

كلمة (الحيي ّ) في اللغة صفة على وزن (فعيل) وهو من الاستحياء الذي...

المعطي

كلمة (المعطي) في اللغة اسم فاعل من الإعطاء، الذي ينوّل غيره...

উকবা ইবন আমের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, যে ব্যক্তি তাবীজ ঝুলালো আল্লাহ তার কর্মসমূহ পূর্ণ করবেন না। আর যে ব্যক্তি কোনো ঝিনুক ঝুলালো আল্লাহ তার জন্য তার আশা সহজ করবেন না। অপর বর্ণনায় এসেছে: যে ব্যক্তি তাবীজ ঝুলালো সে যেন শির্ক করল।

شرح الحديث :

হাদীসটি প্রমাণ করে, যে ব্যক্তি ক্ষতি দূর করার বিশ্বাসে তাবীজ ব্যবহার করল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ-দো‘আর অন্তর্ভুক্ত, যেন আল্লাহ তার উদ্দেশ্যের বিপরীত করেন এবং তার উদ্দেশ্য পূরণ না করেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ ব্যক্তির জন্যও বদ-দো‘আ করেছেন যে একই উদ্দেশ্যে গলায় ঝিনুক ইত্যাদি ঝুলায়। তিনি তার জন্য বদ-দো‘আ করেছেন যেন, আল্লাহ তাকে শান্তি ও নিরাপত্তায় না ছাড়েন। বরং প্রত্যেক কষ্টদায়ক জিনিস তার পিছনে লেলিয়ে দেন। এ দো‘আ দ্বারা উদ্দেশ্য এসব কর্ম থেকে মানুষকে বাঁচানো। যেমনিভাবে দ্বিতীয় হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, এ ধরনের আমল আল্লাহর সাথে শির্ক করার নামান্তর।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية