الواسع
كلمة (الواسع) في اللغة اسم فاعل من الفعل (وَسِعَ يَسَع) والمصدر...
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতে এমন একটি বৃক্ষ আছে, যার ছায়ায় কোনো আরোহী উৎকৃষ্ট, বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে একশো বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না।” অনুরূপ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে দু’টি সহীহ গ্রন্থ বুখারী-মুসলিমেও হাদীসটি মারফু‘ হিসেবে বর্ণিত আছে, “একজন আরোহী (অশ্বারোহী) তার ছায়ায় একশো বছর চললেও তা অতিক্রম করতে পারবে না।”
হাদীসটি জান্নাতের প্রশস্ততা এবং তাতে যে বড় বড় নি‘আমত রয়েছে তা বর্ণনা করেছে, যেমন জান্নাতের গাছসমূহের ধরণ ও তার ছায়ার আলোচনা। আরো যেমন, একজন অশ্বারোহী তার বিশালত্বের কারণে তা অতিক্রম করতে পারবে না। এটি আল্লাহর অপার অনুগ্রহ, যা তিনি তার মুত্তাকী বান্দাদের জন্য প্রস্তুত করেছেন।